নিজেই বানাও কলার ক্লিপ মাইক



কয়দিন আগেই একটা পুরাতন হেডফোন ভাংলাম। দুইটা স্পীকার বাদেও একটা মাইক্রোফোন পেলাম।
সেটার সাউন্ড কোয়ালিটি ভালো, আকারে ছোটো, তাই ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে কম।
আজকে আমরা ওটা দিয়েই একটা ল্যাপেল মাইক বা কলার মাইক বানাবো।
সাউন্ড কোয়ালিটি ভালো রাখতে আমাদের গ্রাউন্ড লুপ বা হাম ফিল্টার করতে হবে।
হাম হলো ৫০ হার্জের নিচের ফ্রিকুয়েন্সি।






তাই আমরা এখানে একটা লো পাস ফিল্টার ব্যাবহার করে এই লো ফ্রিকুয়েন্সি গ্রাউন্ডে পাঠিয়ে দিবো।
তাই আমি এখানে মাইকের সাস্থে প্যারালাল করে ০.১ মাইক্রো ফ্যারাডের সিরামিক ক্যাপাসিটর লাগিয়েছি। এই ক্যাপাসিটরটিই ফিল্টারিং করবে।
যখন মাইক্টি ঝালাই করবে বা লাগাবে, এর পোলারিটী মেনে বসাবে, নাহলে নস্ট হয়ে যেতে পারে।
এখানে সার্কিট ডায়াগ্রাম দিয়েছই, নিচে তো বরাবরের মতো ভিডিও টিউওরিয়াল আছেই।
ধন্যবাদ সবাইকে।

Post a Comment

0 Comments