ইউটিউবের নতুন ফিচার ইউটিউব প্রিমিয়ার!

সম্প্রতি অনলাইনে সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যুক্ত হয়েছে প্রিমিয়ার নামে একটি ফিচার।
প্রিমিয়ার ফিচারের মাধ্যমে একজন কন্টেন্ট ক্রিয়েটর তার ভিডিওর প্রিমিয়ার শো করতে পারবেন। ঠিক যেমন আমরা হলে গিয়ে মুভির প্রিমিয়ার দেখি। প্রিমিয়ার হলো কোনো চলচ্চিত্রের প্রথমবার শো।
ইউটিউবেও এরকম একটা ফিচার নিয়ে আসা হয়েছে।
এর মাধ্যমে সাবস্ক্রাইবারদের সাথে কন্টেন্ট ক্রিয়েটরের যোগাযোগটা আরো বেশি হবে। প্রিমিয়ার ভিডিও শিডিউল করার সময় প্রতিটি সাবস্ক্রাইবার পেয়ে যাবেন নটিফিকেশন এবং রিমাইন্ডার বাটন। রিমাইন্ডার দিয়ে রাখলে শো শুরু হবার ২০ মিনিট আগে সে আবার নটিফিকেশন পাবে এবং প্রিমিয়ার হবার সময় সব সাবস্ক্রাইবার একবার নটিফিকেশন পাবে। এতে করে ভিডিওর সাথে বেশ এঙ্গেজড থাকবে সাবস্ক্রাইবাররা। এছাড়া প্রিমিয়ার পেইজে লাইভ চ্যাটে সাবস্ক্রাইবাররা চাইলে লাইভ চ্যাট করতে পারবেন এবং সুপার চ্যাটের মাধ্যমে ডোনেশন দিতে পারবেন। 



Post a Comment

0 Comments