
হোয়াসসাপ! কি অবস্থা সবার? আজকের এই ইলেক্ট্রনিক্স প্রোজেক্টটা দিয়েই কিন্তু আমার ইলেকট্রনিক্সে হাতেখড়ি। সেই ক্লাস ফাইভে থাকতে এইটা বানিয়েছিলাম। হ্যাঁ, এটা একটা ডার্ক সেন্সর বা অন্ধকার সংবেদী ডিভাইজ যা আমাদের স্বয়ংক্রিয়ভাবে অন্ধকারে এলইডি বাতি জ্বালিয়ে দিতে পারবে। এই প্রোজেক্টটা দিয়ে কিন্তু ট্রান্সিস্টর কিভাবে কাজ করে সেটা বোঝা যাবে এবং তড়িৎ প্রবাহ যে কম রোধের পথ বেছে নেয় সেটিও প্রমান করে দেয়া যাবে।
তোমাদের এই প্রজেক্টটি বানাতে লাগবে,
- একটা ব্রেডবোর্ড
- একটা BC547 npn ট্রান্সিস্টর
- একটা এলইডি
- একটা ১৫০ কিলো ওহম রিসিস্টর অথবা একটা ১০০ কিলো ওহম পটেনশিওমিটার
- কিছু তার
- একটা 9v ব্যাটারি অথবা ৩ ভোল্টের ব্যাটারি, ২.৫ ভোল্টের কম হলে এলইডি কাজ করবে না
![]() |
LDR |
![]() |
How It Works |
একটা এনপিএন ট্রাঞ্জিস্টরকে সুইচ করতে হলে পজিটিভ চার্জ দরকার হয়। এবং পিএনপি ট্রান্সিস্টরকে সুইচ করতে হলে দরকার হয় নেগেটিভ চার্জের। আমরা এই ছোট্ট কন্সেপ্টটাই ব্যাবহার করবো।
সেন্সর হিসেবে আমি এলডিআর বা লাইট ডিপেন্ডেন্ট রিসিস্টর ব্যাবহার করেছি। এটি এক ধরণের ফটো রিসিস্টর। যখন এলডিআরের উপরে আলো পরে তখন এর রোধের মান কমে প্রায় ২০০ থেকে ৫০০ ওহমে চলে আসে।
আবার যখন এটি অন্ধকারে চলে যায় কিংবা উপরে কোনো আলো পরে না, তখন এর রোধের মান প্রায় ১ মেগা ওহমের উপরে চলে যায়। একেক রকম এলডিআর একেক রকম রোধের মান দিতে পারে।
তাহলে বোঝা গেলো যে এলডিআর এর রেজিস্ট্যান্স বা রোধকত্ব তার ওপরের আলোর উপস্থিতির ওপর নির্ভর করে।
ট্রাঞ্জিস্টরের বেইজে কিংবা গেইটে পজিটিভ বায়াস দিতে আমি একটা ১০০ কিলো ওহমের ভলিউম বা পটেনশিওমিটার লাগিয়েছি এবং এলডিআর দিয়ে গ্রাউন্ড বায়াস দিয়েছি।
আমাদের এই প্রোজেক্টটা তৈরি করতে গেলে অল্প কিছু কম্পোনেন্টের দরকার হবে।
প্রথমে লাগবে একটা এলডিআর, যেটা ছাড়া আমাদের প্রোজেক্ট হবেই না।
আরো দরকার হবে একটা ৫০কিলো ওহম অথবা ১০০ কিলো ওহম পটেনশিওমিটার। দোকানে ভলিউম বলে খোঁজ করলে পাওয়া যাবে।
দরকার হবে একটা এলইডি, যেকোনো রকম এলইডি হলেই হবে তবে ৩ থেকে ৫ ভোল্টের এলইডি হতে হবে।
দরকার হবে একটা BC547 npn ট্রাঞ্জিস্টর। একটা ২.২ কিলো ওহম রিসিস্টর, চাইলে ১ কিলো ওহম রিসিস্টর একটা অথবা দুইটি সিরিজ করে ব্যাবহার করা যাবে।
প্রথমে আমাদের পটেনশিওমিটারটি আমাদের ব্রেডবোর্ডে বসিয়ে দিতে হবে। পটেনশিওমিটারের মাঝের পিনটি হবে আউটপুট পিন এবং দুইপাশের পিন দুটি ইনপুট পিন। আমাদের এখানে দুপাশের যেকোনো একটি ব্যাবহার করলেই হবে।
পটেনশিওমিটারের পর আমরা ট্রাঞ্জিস্টরটি আমাদের ব্রেডবোর্ডে বসিয়ে দিবো। ট্রাঞ্জিস্টরের পিন আউট বুঝতে না পারলে দেখে নাও, ট্রাঞ্জিস্টরটি সোজা করে ধরলে সবচেয়ে বামের পিনটি কালেক্টর, মাঝেরটি বেইজ এবং ডানেরটি এমিটার।
ট্রাঞ্জিস্টরটি বসিয়ে ফেলার পরে ট্রাঞ্জিস্টরের মাঝের পিন এবং গ্রাউন্ড বা নেগেটিভ সংযোগের সাথে এলডিআরটি বসিয়ে দিবো। এলডিআরের কোনো পোলারিটী নেই, একভাবে বসালেই হবে। তারপরে পটেনশিওমিটারের মাঝের পিনের এবং ট্রাঞ্জিস্টরের মাঝের পিনের মাঝে একটা ২.২ কিলো ওহম কিংবা ১ কিলো ওহম রিসিটর সিরিজ করে বসিয়ে দিতে হবে। তারপর পটেনশিওমিটারের যেকোনো এক পাশের পিনের সাথে পজিটিভে তার দিয়ে সংযুক্ত করে দিতে হবে।
এখন এলইডিটি বসিয়ে দিতে হবে। এলইডিটির অ্যানোড পিন পিজিটীভে এবং ক্যাথোড পিন ট্রাঞ্জিস্টরের কালেক্টরে যুক্ত করতে হবে এবং ট্রাঞ্জিস্টরের এমিটার পিনটি গ্রাউন্ডে কিংবা নেগেটিভে সংযুক্ত করতে হবে। এবার ব্যাটারি কিংবা পাওয়ার সোর্স যুক্ত করে দিলেই কাজ করতে শুরু করবে আমাদের এই ছোট্ট নাইট কিংবা ডার্ক সেন্সরটী। পটেনশিওমিটারটি দিয়ে চাইলে সেন্সরের সেন্সিটীভিটী ঠিক করা যাবে, যাতে করে ঠিক করা যাবে এলইডি কি কম আলোতে জ্বলবে নাকি এক্কেবারে অন্ধকার হলেই জ্বলবে। বেশ মজার একটা প্রোজেক্ট।
কিভাবে কাজ করেঃ
ট্রাঞ্জিস্টরের বেইজের সাথে ১৫০ কিলো ওহমের একটা রোধ পজিটিভ রেইলের সাথে যুক্ত থাকে যা চার্জ বহন করে এবং একটা এলডিআর নেগেটিভ রেইলের সাথে যুক্ত থাকে যা এই চার্জকে গ্রাউন্ডে বা ব্যাটারির নেগেটিভ প্রান্তে পাঠিয়ে দেয় যাতে করে সার্কিট সম্পন্ন হয়।
যখন এলডিআর এর উপরে আলো পড়ে তখন এলডিআরের রোধ কমে যায় এবং ১৫০ কিলো ওহমের রোধ দিয়ে আসা পজিটিভ চার্জ একটা সহজ কম রোধের পথ পেয়ে যায়। তাই ট্রাঞ্জিস্টর সুইচ না করে এলডিআরের ভেতর দিয়ে গ্রাউন্ডে চলে যায়। আর ট্রান্সিস্টর কাট অফ স্টেজে থাকায় এলইডি বন্ধ থাকে।
যখন এলডিআর এর উপরে আলো পড়ে তখন এলডিআরের রোধ কমে যায় এবং ১৫০ কিলো ওহমের রোধ দিয়ে আসা পজিটিভ চার্জ একটা সহজ কম রোধের পথ পেয়ে যায়। তাই ট্রাঞ্জিস্টর সুইচ না করে এলডিআরের ভেতর দিয়ে গ্রাউন্ডে চলে যায়। আর ট্রান্সিস্টর কাট অফ স্টেজে থাকায় এলইডি বন্ধ থাকে।
আবার এলডিআরে ছায়া পড়লে এলডিআর-এর রোধ বেড়ে যায় এবং তড়িৎ প্রবাহ আর সে পথে না গিয়ে ট্রাসিস্টরের বেজের ভেতর দিয়ে গ্রাউন্ডে বা নেগেটিভে পৌছায় এবং ট্রান্সিস্টরের বেইজে কারেন্ট প্রবাহিত হওয়ায় ট্রান্সিস্টর সুইচ করে দেয়। যাতে করে এলইডি জ্বলে ওঠে।
0 Comments