এই পাওয়ার কনভার্টারটা দিয়ে আমাদের ডিএসএলআর ক্যামেরা আমরা ব্যাটারি ছাড়াই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চালাতে পারবো। এই প্রোজেক্টের উদ্দেশ্য মূলত ডিএসএলআর দিয়ে টাইমল্যাপস এবং লং টাইম ভিডিও করা, যারা কোনো অনুষ্ঠান রেকর্ড করেন, তাদের জন্য।
তো এই কনভার্টারটা তৈরি করতে গেলে কিছু ইলেক্ট্রনিক্স কম্পোনেন্ট দরকার হবে। আবার বলছি, ইলেক্ট্রনিক্স কম্পোনেন্ট। এই কম্পোনেন্ট সবার কাছে নাও থাকতে পারে, এই করোনা সময় তো কেনা বেশ কঠিন। আমি চেষ্টা করবো কিছু অনলাইন শপের লিঙ্ক দিয়ে দিতে।
যেসব ইলেক্ট্রনিক্স কম্পোনেন্ট দরকার হবেঃ
- বুস্ট কনভার্টার মডিউল। আমি ব্যাবহার করছি XL-6009
- কিছু ডিসি জ্যাক এবং সকেট। কম হলে ২ জোড়া দরকার হবে।
- একটা সুইচ। ছোটখাট, যেটা প্রজেক্টের সাথে সুন্দর ভাবে মানিয়ে যাবে।
- একটা এলইডি,
- এবং এলইডির সাথে একটা ১কে রিসিস্টর।
- একটা ভালো পাওয়ার ব্যাঙ্ক যেটা ২ অ্যাম্প আউটপুট দিতে পারে। ব্র্যান্ডেড পাওয়ার ব্যাঙ্ক ব্যাবহার করার সাজেশন দিচ্ছি আমি। আমি এখানে অরিজিনাল শাওমি পাওয়ার ব্যাঙ্ক ব্যাবহার করছি। অরিজিন্যাল ব্র্যান্ডেড পাওয়ার ব্যাঙ্ক এই লিঙ্ক থেকে কিনে নিতে পারেন।
এখন তাহলে তৈরি করা শুরু করা যাক। প্রথমে ডিসি জ্যাক আর সকেটগুলো নিয়ে কাজ করবো। একটা মাল্টিমিটার দিয়ে আমি চেক করে নিচ্ছি কোনটা পজিটিভ এবং কোনটা নেগেটিভ। জ্যাকের দুইটা কানেক্টরের মাঝে লম্বাটি হবে গ্রাউন্ড কিংবা নেগেটিভ, এবং খাটোটি হবে পজিটিভ। সেরকমই সকেটের একটা পিন হবে পজিটিভ এবং একটা পিন হবে নেগেটিভ। কন্টাক্ট পয়েন্টে কিছু সল্ডার লাগিয়ে তারপর তার সল্ডার করে নেবো। তার সল্ডার করা হয়ে গেলে অত্রিক্ত তার কেটে ফেলে এরকম দুটি বানিয়ে আপাতত এগুলো রেখে দিবো, বাকি কাজ পরে। এখন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। না ভিডিও শেষ হয়ে যায় নাই। হেহেহে! কাজ আরোও বাকি।
ইলেক্ট্রনিক্সের কাজ ছেড়ে ধরতে হবে বেজ তৈরির কাজ। আমি কাঠ ব্যাবহার করছি। যেকোন কিছু ব্যাবহার করা যাতে পারে। প্লাস্টিক বক্স, ৩ডি প্রিন্ট যেটা ইচ্ছা, আমার কাছে ম্যাটেরিয়াল নেই, তাই কাঠ। কিচ্ছু করার নেই। প্রথমে বেইজ তৈরির জন্য একটা কাঠের টুকরো হ্যাকস্ দিয়ে কেটে নিয়েছি। সাইজটা ছোট হলে ভালো, আমি আমার পাওয়ার ব্যাঙ্কের সাইজ অনুযায়ি কেটেছি। কাঠের টুকরো একটাতে হবে না বেশ কটা লাগবে আমার, বাকিগুলোর ব্যাপারে পরে আসছি। এই অংশটা আগে ভাল করে স্যান্ডিং করে নিতে হবে স্যান্ড পেপার বা শিরিষ কাগজ দিয়ে। স্যান্ডিং হয়ে গেলে হ্যাক স দিয়ে অতিরিক্ত অংশগুলো কেটে ফেলবো। এখন আমাদের সমস্যা হলো এই জিনিসটায় কিভাবে পাওয়ার ব্যাঙ্ক ধরে রাখার ব্যাবস্থা করা যায়। একটা সলিউশন খুঁজে বের করেছি। সাইকেলের হর্নের বেল্ট দিয়ে এই কাজটা করা যায় সহজে। পুরোনো সাইকেলের হর্নের বেল্ট খুলে লাগিয়ে দিয়ে একটা ক্যাবলটাই দিয়ে হুক বানানোর চেষ্টা করলাম। কিন্তু জিনিস্টাখুব একটা যুতসই হল না। তারপর খুঁজেপেতে একটা ভালো মানের ইলাস্টিক ব্যান্ড পেয়ে গেলাম, এটাও সাইকেলের পেছনের ব্যাকলাইটের স্ট্র্যাপ। এটা দিয়ে হুক তৈরি করে কাঠের গায়ে আংটা হিসেবে একটা স্ক্রু এটে দিইই। পরে দেখলাম একটা স্ক্রুর চাইতে একটা ক্যাবল ক্লিপ ভালো কাজ করে।
যাহোক আমাদের বেইজের কাজ শেষ, এবার কিভাবে এটা ক্যামেরার উপরে বসবে, সেটা ভাববার পালা। তো ভেবেও রেখেছি একটা কিছু আমি। প্রথমে বুস্ট কনভার্টার মডিউল এবং অন্যান্য কম্পোনেন্টের জায়গা রেখে কাঠের উপর পেন্সিল দিয়ে মার্কিং করে নিই। আমি কিছু হটশু অ্যাডাপ্টার কিনে নিয়েছি অনলাইন থেকে যার লিঙ্ক দিয়ে রেখেছি ডেসক্রিপশনে। আমি আলিএক্সপ্রেস থেকে ৬টির সেট কিনেছি। দাম অনেক কম পড়েছে তাই। এই অ্যাডাপ্টারটা সহজেই বসে যাবে আমাদের ক্যামেরার উপরে। হট সু অ্যাডাপ্টরের একটা স্ক্রুপ্লেট আমি কাঠের বটম বেইজ, যেটা সবচেয়ে নিচে থাকবে, তার উপরে বসিয়ে সুপার গ্লু এবং স্ক্রু দিয়ে সিকিউর করে দিবো। এখন পরের স্টেপ শুরু করার আগে ভালো করে পরিস্কার করে নেবো সব, কারন কাটাকাটি, ড্রিলিং এসবের জন্য ময়লা পরে থাকতে পারে যার জন্য গ্লু ঠিক মতো বসবে না।
এবার বুস্ট কনভার্টার মডিউলের জায়গা ফাকা রেখে দুটি কাঠের এক্সটেনশন পিস সুপার গ্লু দিয়ে বসিয়ে দিতে হবে। কাঠের উপরে সুপার গ্লু তেমন ভাল কাজ করে না, তাই একবারে শেষে আমি হটগ্লুয়ের ফিনিশিং দিয়ে দেবো।
যাহোক, বটম প্লেট আটকানোর আগে আমাদেরকে ইলেক্ট্রনিক্সের টুক টাক কাজ শেষ করতে হবে।
প্রথমে মডিউলের সল্ডার প্যাড গুলোতে কিছু সল্ডার লাগিয়ে নিবো। তারপর তাতে দুটো তার সল্ডার করে দিবো। এবার সেই তারের মধ্যে একটা ডিসি সকেট সল্ডার করে দিই যেটা ভোল্টেজ আউট করবে। এবার আমরা এলইডিটা সল্ডার করবো। এলইডিতে প্রথমে রিসিস্টরটা সল্ডার করে দেবো তারপরে এটাকে আমাদের অন্য ডিসি সকেটের সাথে সল্ডার করে দেবো।
আগের ডিসি সকেট দিয়ে আমরা আমাদের ক্যামেরাতে পাওয়ার দেব এবং এখন এই ডিসি সকেট দিয়ে আমরা পাওয়ার ব্যাঙ্ক থেকে পাওয়ার নেবো।
এখন আমি তৈরি করবো আমাদের ডিসি ক্যাবলটি। দরকার কেবল একটা পুরোনো ইউএসবি ক্যাবলের। ইউএসবি ক্যাবলের একমাথায় ডিসি জ্যাক সল্ডার করে নিলেই কাজ হয়ে যাবে।
জ্যাকের মাঝের পিনটি পজিটিভ, বাহিরেরটি নেগেটিভ বা গ্রাউন্ড। ইউএসবি ক্যাবলের তারের রঙ নানারকম হতে পারে, তবে লাল কালো হলে তো হবেই, সাদা নীল হলে সাদাটি পজিটিভ,
চাইলে ভোল্টমিটার দিয়ে চেক করে নিতে পারো কোনটা পজিটীভ কোনটা নেগেটিভ।
আর ডামি ব্যাটারি কিভাবে বানাতে হয় সেটা আলাদা করে দেখালাম না, কারন আমার অন্য ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে ডামি ব্যাটারি বানাতে হয়।
ভিডিওর লিঙ্ক এ ভিডিওর শেষে আছে। অথবা ডেসক্রিপশনে চেক করতে পারো।
আচ্ছা যাহোক, আমার সব ইলেক্ট্রনিক্স সল্ডার করা শেষ। যাদের ডায়াগ্রাম দরকার ডেস্কক্রিপশনে আমার ওয়েবসাইট চেক করতে পারেন সেখানে এই প্রোজেক্টের ডিটেইল এবং ডায়াগ্রাম দেয়া আছে। যাহোক, এবার হট গ্লু দিয়ে সব সিকিউর করে দেবো। সিকিউর করা হয়ে গেলে বেইজ প্লেটটি আটকে দেবো। এবং হট গ্লু দিয়ে ফিনিশিং দিয়ে দেবো। আমাদের এই ডিভাইসটি প্রায় তৈরি। অ্যাজ হ্যান্ডমেড আর র' ম্যাটেরিয়াল দিয়ে বানানো, এটার প্রোফাইল বেশি বড় হয়ে গেছে, মানে সাইজ তুলনামূলক বেশি বড়। ৩ডি প্রিন্ট করা গেলে হয়তো সাইজ আরো কমানো যেতো। এতা মি ফিল্ড টেস্ট করেছি। ১০০০০ মিলি অ্যামপ পাওয়ার ব্যাঙ্ক দিয়ে ২ ঘন্টা একটানা ফুল বিটরেটে অটোফোকাস এবং স্ট্যাবিলাইজার অন রেখে এইচডি ভিডিওকরা সম্ভব। পাওয়ার ব্যাঙ্ক ফুল চার্জ করে নেয়া ভালো। চার্জ কমে গেলে অ্যাম্প রেট কমতে থাকে এবং ক্যামেরা ঠিক মতো চালু হতে পারে না। তারমানে পাওয়ার ব্যাঙ্ক চার্জ একেবারে কমে গেলে ঠিক মতো কাজ করবে না এই ডিভাইসটি।
0 Comments