কীভাবে বানাবেন থ্রিএস ব্যাটারি প্যাক?



 

 

আসসালামু আলাইকুম সবাইকে!

ক'দিন আগে আমার আর তাজওয়ানের একটা মিউজিক ভিডিওর কাজ করার জন্য আমাদের ক্যামেরা নিয়ে বাহিরে ভিডিও করতে যাওয়ার প্রয়োজন ছিলো। যেহেতু সবই নিজেদের প্রোডাকশনে, তাই ব্যাবহার করেছিলাম আমার ছোটোখাটো ক্যামেরাটাই। কিন্তু এতো লম্বা সময়, অনেকটা ৫-৬ ঘন্টা লাইভ মোডে ভিডিও করার মতো ব্যাকাপ ক্যানন ৭০০ডি ক্যামেরা দিতে পারে না, যদি না অতিরিক্ত ব্যাটারি সাথে থাকে। 


তাই দরকার পরেছিলো কয়েকটা লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। কারন লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক বেশ ভালো এনার্জি ক্যাপাসিটির হয়ে থাকে এবং থ্রি এস ব্যাটারি প্যাক থেকে আমি প্রায় 12v মতো পেতে পারি।
আর এই 12v থেকে আমি আমার ক্যামেরার পাওয়ার কনভার্টারটা দিয়ে সহজেই আমার ক্যামেরায় পাওয়ার দিতে পারি। এই পাওয়ার কনভার্টার কিভাবে বানিয়েছি সেটা এই লিঙ্কে আছে। 

 

 

আমার কাছে আগেই পুরোনো ল্যাপটপের ব্যাটারি থেকে পাওয়া কিছু ১৮৬৫০ লিথিয়াম আয়ন ব্যাটারি ছিলো। এখন আমি সেগুলোই ব্যাবহার করবো। আমি এটা দিয়ে কেবল আমার ক্যামেরা না, অন্যান্য ছোটো খাটো ১২ ভোল্টের প্রোজেক্ট, রাউটার অথবা অনু ডিভাইসের ব্যাকাপ পাওয়ার আমি এই ব্যাটারি প্যাক দিয়ে দিতে পারবো। বেশ কাজের জিনিস এই ব্যাটারি প্যাক!

 

শুরু করার আগে একটা কথা বলে রাখি। আমি আমার মতো কাওকে ব্যাটারি প্যাক বানানোর পরামর্শ দেবো না। লিথিয়াম আয়ন ব্যাটারি বেশ রিস্কি একটা জিনিশ। বেশ সাবধানে হ্যান্ডেল করা লাগে সমস্ত ব্যাপার। 


চার্জিং থেকে শুরু করে স্টোরিং সবকিছু বেশ যত্ন করে করা প্রয়োজন। অনেকে  ইউটিউবে দেখে থাকবেন সরাসরি অ্যাডাপ্টর থেকে লিথিয়াম ব্যাটারি চার্জ করার ক্লিকবেইট ভিডিও,
সেগুলো অনুসরণ করে ব্যাটারি বিস্ফোরণের মতো দুর্ঘটনায় পড়বেন না।
তবে বিশেষ প্রয়োজনে আমার পদ্ধতিতে বানাতেই পারেন, সেক্ষেত্রে বেশ সতর্ক থাকবেন।

ব্যাটারি প্যাক বানাবার আগে যেসব মনে রাখা উচিত,
  1. সব ব্যাটারি সেলের ভোল্টেজ এবং ক্যাপাসিটি একইরকম কিংবা কাছাকাছি রাখা ভালো।
  2.  সব ব্যাটারির কারেন্ট রেটীং কিংবা ডিসচার্জ রেট একইরকম হওয়া উচিত।
  3. ব্যাটারি কেমিস্ট্রি একই রকম হতে হবে (লিথিয়াম আয়ন, লিথিয়াম পলিমার)
  4. ব্যাটারি জোড়া দেবার সময় সল্ডার করে বেশি গরম করা যাবে না।
  5. ১২ ভোল্টের ব্যাটারি প্যাক চার্জ দিতে ১২.৫ ভোল্ট ব্যাবহার করুন।

তাহলে আর কথা না বাড়িয়ে কিভাবে একটা থ্রিএস লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক বানাবেন চলুন দেখে নিই।

এই প্রোজেক্টটি করতে আমাদের দরকার হবে ৪টি বেসিক কম্পোনেন্টঃ

  1. ৩টি ১৮৬৫০ লিথিয়াম আয়ন ব্যাটারি
  2. একটি থ্রিএস বিএমএস মডিউল
  3. কিছু তার
  4. একটা ডিসি সকেট


থ্রিএস বিএমএস কিংবা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম একটু ভালোগুলো ব্যাবহারের চেস্টা করবেন।
নামি অনলাইন শপগুলোতে সাজেশান চাইলে তারা আপনাকে সাহায্য করতে পারে। এছাড়া ইলেক্ট্রনিক্স হবিস্ট গ্রুপগুলো দেখতে পারেন।

 


 ১৮৬৫০ লিথিয়াম আয়ন ব্যাটারি সেলগুলো অবশ্যই একই ক্যাপাসিটির এবং একই কিংবা কাছাকাছি ভোল্টেজের হতে হবে। তা নাহলে ব্যাটারিগুলো একটা আরেকটিকে চার্জ করতে পারে এবং ব্যালেন্স চার্জিং করতে সমস্যা হতে পারে। 


 

প্রথমেই ব্যাটারির টার্মিনালগুলো একটা শিরীষ কাগজ ব্যাবহার করে ঘষে নেবো যাতে করে সহজে সল্ডার করা যায়। ব্যাটারি প্যাক বানিয়ে ফেললে এভাবে ঘষে নিতে বেশ সমস্যা হবে, তাই আগেই করে নিচ্ছি। 

 

 

 এবার আমরা ব্যাটারিগুলো সিরিজ অ্যারেঞ্জমেন্টে রেখে হটগ্লু ব্যাবহার করে অস্থায়ীভাবে লাগিয়ে দেবো যাতে করে টেপ ব্যাবহার করে প্যাক বানানোর সময় আকাবাকা না হয়ে যায়। 


 

 

এবার ইলেক্ট্রিক টেপ ব্যাবহার করে ব্যাটারি প্যাকটা বানিয়ে ফেলি। প্রথমে আড়াআড়ি তারপর লম্বালম্বি ভাবে টেপ পেঁচালে ভালো হয়। ব্যাটারিগুলো যাতে নিজেদের অ্যারেঞ্জমেন্টে ঠিকমতো থাকে সেজন্য
প্রতিটি ব্যাটারির মাঝে এবং ব্যাটারি প্যাকের একপাশে কার্ডবোর্ড ব্যাবহার করা যেতে পারে। আমি সময় বাঁচাতে ব্যাবহার করি নি। তবে ব্যাবহার করলে ভালো।


 

এবার আসে সল্ডারিং-এর পালা। প্রথমে সব ব্যাটারি টার্মিনালে সল্ডার লাগিয়ে দেবো। তারপর তারগুলোয় সল্ডার লাগিয়ে ব্যাটারি তিনটায় সিরিজ কানেকশান করে দেবো।
তাহলে মুলত আমাদের ১২ ভোল্টের ব্যাটারি প্যাকটা তৈরি। এবার আমাদের এতে আমাদের বিএমএসটি লাগাতে হবে।

আমার বিএমএসটিতে ০ ভোল্ট, ৩.৭ ভোল্ট, ৭.৪ ভোল্ট, ১১.১ ভোল্টএর সল্ডার পয়েন্ট রয়েছে।
অন্য বিএমএসগুলোতে ভিন্ন থাকতে পারে। কিন্তু থ্রি এস সবগুলই একই রকম স্কিমেটিক দিয়ে হবে।
 

  • ০ভোল্ট হলো নেগেটিভ কিংবা ব্যাটারি সিরিজের শেষ ব্যাটারির নেগেটিভ প্রান্ত
  • ১১.১ ভোল্ট হলো ব্যাটারি সিরিজের প্রথম ব্যাটারির পজিটিভ প্রান্ত কিংবা বি১
  • ৭.৪ ভোল্ট হলো ব্যাটারি সিরিজের ২য় ব্যাটারির পজিটীভ প্রান্ত অথবা বি২
  • এবং ৩.৭ ভোল্ট হলো সর্বশেষ কিংবা তৃতীয় ব্যাটারিটির পজিটিভ প্রান্ত
3S BMS Schematic

যাহোক, ব্যাটারি প্যাকের সাথে বিএমএস লাগানো হয়ে গেলে আমি একটা ডিসি জ্যাক বিএমএস এর আউটপুটে সল্ডার করে দেবো যাতে করে চার্জ এবং আউটপুট দুটি কাজেই ব্যাবহার করা যায়।


আমি একইরকম আরোও একটি ব্যাটারি প্যাক তৈরি করেছি। যেটা পুরোটা আমি ইলেক্ট্রিক টেপ দিয়ে মুড়ে দিয়েছি। কাজ শেষ করা দেখতে হবে অনেকটা এরকম।

তবে চাইলে ছোটোখাটো বক্স ব্যাবহার করা যেতে পারে। 

 

যাহোক, আমি ডিসি জ্যাকটা হট গ্লু ব্যাবহার করে বসিয়ে দিচ্ছি, হটগ্লু ব্যাবহার করে বসানোটা বোকামি যদিও, তবুও আর কোনো উপায় না পেয়ে তাই করতে হলো। চেস্টা করবেন একটু মোটা ডাবল সাইড টেপ ব্যাবহার করতে।
তো এই বিএমএসের সাথে ব্যাটারি তিনটি লাগানোর পরে এর সাথে একটা ডিসি জ্যাক লাগিয়ে আমরা মোটামোটি একটা থ্রি এস ব্যাটারি প্যাক তৈরি করেছি।

 

তো এখন ট্রাই দিয়ে দেখা যাক। প্রথমে চেক করে নিই এই ব্যাটারি প্যাকের ভোল্টেজ। সাধারনত ১০ ভোল্টে আসলে বিএমএস অভার ডিসচার্জ কাট করে দেয়। এই বিএমএসটি ঠিক কতো ভোল্টেজে কাট করে দিবে সেটা আমার ঠিক জানা নেই। দেখা যাচ্ছে এই ব্যাটারি প্যাকের ভোল্টেজ ১১.১৪ এর
আশেপাশে।  মানে চার্জ লেভেল প্রায় শেষের দিকে রয়েছে ব্যাটারি প্যাকটি।



এই ব্যাটারিটা চার্জ করতে হলে আমার ১২.৪ ভোল্টের কন্সট্যান্ট কারেন্ট কন্সটেন্ট ভোল্টেজ সাপ্লাই দরকার হবে। যেটা আমার কাছে আপাতত নেই। লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক চার্জ করার জন্য ব্যালেন্স  চার্জার কিনতে পাওয়া যা যা দিয়ে যথাযথ ভাবে ব্যাটারি প্যাকে থাকা সব ব্যাটারিকে ব্যালেন্স চার্জ করতে পারে। 

 

এই ব্যালেন্স চার্জার না থাকায়, একটা ভালো মানের ১২ ভোল্টের পাওয়ার এডাপ্টার ব্যাবহার করবো আমি এই ব্যাটারি প্যাকটিকে চার্জ করতে। 

এই পাওয়ার অ্যাডাপ্টারটি ডিয়ে মোটামোটিভাবে এই ব্যাটারিপ্যাকের চার্জিং এর কাজ হয়ে যাচ্ছে।এখন এই ব্যাটারিপ্যাক দিয়ে আমি সহজেই কোনো ১২ ভোল্টের ডিভাইস অপারেট করতে পারবো। যেমন সেটা হতে পারে রাউটার কিংবা লেড স্ট্রিপ।

 

 



Post a Comment

0 Comments