আমরা যারা ডেস্কটপ কম্পিউটার ব্যাবহার করি, নানা রকম কাজে আমাদের প্রায়ই আমাদের কম্পিউটার থেকে ইন্টারনেট বন্ধ করার দরকার পরে। যারা ওয়াইফাই ব্যাবহার করি, কমপ্লিটলি ফাইন, জাস্ট সেটিংস থেকে ওয়াইফাই বন্ধ করে দিলেই ইন্টারনেট বন্ধ হয়ে যায়। কিন্তু যারা ইথারনেট ক্যাবল ব্যাবহার করি, মানে রাউটার থেকে সরাসরি তার সংযোগ দিয়ে, আমাদের ইন্টারনেট বন্ধ করতে হলে হয় রাউটার থেকে তার খোলা লাগে নাহলে কম্পিউটারের পেছন থেকে তার খোলা লাগে। খুবই প্যারার একটা কাজ হবে এইটা যদি আপনার কম্পিউটার এমন যায়গায় থাকে যেখানে সহযে আপনার হাত কম্পিউটারের পেছন পর্যন্ত পৌঁছাবে না। কিংবা আপনার রাউটার হয়তো আকাশে তুলে রাখা।
যাই হোক, তাদের জন্যই দেখিয়ে দেবো খুব সহজ একটা রাস্তা তার না খুলেই ইন্টারনেট ডিসকানেক্ট করার।
আমরা ব্যাসিক্যালি দুইটা ডেস্কটপ শর্টকাট তৈরি করবো যে দুটোর মাধ্যমে আমরা ইথারনেট কানেক্ট এবং ডিস্কানেক্ট করতে পারবো।
এজন্য প্রথমে আপনাদের ডেস্কটপে রাইট ক্লিক করে New অপশন থেকে Create Shortcut সিলেক্ট করতে হবে।
তারপরে যেই Create Shortcut ডায়ালগ বক্স আসবে, সেখানে লিখতে হবে,
C:\Windows\System32\netsh.exe interface set interface name="Ethernet" admin = enabled
তারপর Next ক্লিক করে নাম দিতে হবে, নাম দিতে পারেন Ethernet Connect.
এবার একই ভাবে আরেকটি ডেস্কটপ শর্টকাট তৈরি করে তাতে ডেস্টিনেশন দিতে হবে
C:\Windows\System32\netsh.exe interface set interface name="Ethernet" admin = disabled
তারপর Next ক্লিক করে নাম দিতে হবে, নাম দিতে পারেন Ethernet Disconnect.
সুন্দর দুইটা শর্টকাট তৈরি হয়ে গেলো। কিন্তু আইকন ছাড়া দেখতে ভালো দেখাচ্ছে না। আইকন দেয়া যাক শর্টকাট দুটোতে।
প্রথমে Ethernet Connect শর্টকাটটিতে রাইট ক্লিক করে Properties-এ যান। তারপর Change Icon বাটনে ক্লিক করুন। সেখানে পছন্দমতো আইকন খুজে নিতে পারবেন। এবার একই কাজ করতে হবে Ethernet Disconnect শর্টকাটের জন্যও।
ব্যস! কাজ শেষ! এইবার এই দুটি শর্টকাট ব্যাবহার করে তার খোলার কোনোরকম ঝামেলা ছাড়াই কম্পিউটারের ইথারনেট সহজেই বন্ধ করতে পারবেন অথবা চালু করতে পারবেন।
প্রথমে Ethernet Connect শর্টকাটটিতে রাইট ক্লিক করে Properties-এ যান। তারপর Change Icon বাটনে ক্লিক করুন। সেখানে পছন্দমতো আইকন খুজে নিতে পারবেন। এবার একই কাজ করতে হবে Ethernet Disconnect শর্টকাটের জন্যও।
ব্যস! কাজ শেষ! এইবার এই দুটি শর্টকাট ব্যাবহার করে তার খোলার কোনোরকম ঝামেলা ছাড়াই কম্পিউটারের ইথারনেট সহজেই বন্ধ করতে পারবেন অথবা চালু করতে পারবেন।
0 Comments