চার ওয়াট পাওয়ারের একটা ইউএসবি ল্যাম্প বানাও





আবার এলাম আমি, আরেকটি ইউএসবি গ্যাজেট নিয়ে। এটি একটি ৪ ওয়াটের ইউএসবি এলইডি ল্যাম্প।
এরকম ল্যাম্প অত্যন্ত কাজের।
আমরা এগুলো যেকোনো স্থানে ইউএসবি পাওয়ার ব্যাঙ্ক, ল্যাপ্টপ, ওটিজি বা পাওয়ার সাপ্লাই দিয়ে চালাতে পারি।
এর ক্ষমতাও বেশি, ৪ ওয়াট। একটি শক্তিশালী টেবিল ল্যাম্পের মতো।
রাতের বেলা যারা জেগে জেগে কাজ করো, তারা এটা ব্যাবহার করতে পারো। কারন এর ক্ষমতা এনার্জি সেভিং লাইট (সিএফএল) থেকে কম, যা আরও বেশি বিদ্যুৎ সাশ্রয়ী।
ভিডিও টিউটোরিয়াল দেখতে পারো অথবা পোস্টের শেষে ইম্বেড করা আছে সেটি


Things you need

এই ইউএসবি গ্যাজেট বানাতে তোমার লাগবে,

  1. সলিড লোহার তাঁর
  2. কানেকশান দেওয়ার তাঁর (সলিড হলে ভালো)
  3. ১০ ওহমের রিসিস্টর
  4. ভেরো বোর্ড
  5. চারটি এক ওয়াটের সিঙ্গেল চিপ এলইডি (পাথর বাতি)
  6. ইউএসবি ডাটা ক্যাবল
  7. রোল অন পারফিউমের বোতলের রোল অন বল
এখানে ডায়াগ্রাম
Schematic






Post a Comment

0 Comments